মেয়াদ বাড়িয়ে ক্ষমতায় থাকলে কোনো রাজনৈতিক দল মেনে নেবে না মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধি করে ক্ষমতায় থাকার চেষ্টা করলে বিএনপি, এলডিপিসহ কোনো রাজনৈতিক দল তা মেনে নেবে না। তাই সরকারের কাছে সকল রাজনৈতিক দলের প্রত্যাশা অনতিবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবে।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের তেঘড়িয়া মাদরাসা মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেদোয়ান আহমেদ বলেন, ‘সরকার পরিচালনা ও প্রশাসনের কিছু সংস্কার এই সরকার করতে চায়। এতে বিএনপিসহ সকল রাজনৈতিক দল একমত, তবে সংসদ ছাড়া সংবিধানের কোনো ধারা বা উপধারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার করার ক্ষমতা এই সরকারের নেই।’
তিনি বলেন, ‘দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কারের প্রয়োজন সেটা শেষ করে আপনারা নির্বাচনের আয়োজন করুন।’
এ সময় ইউনিয়ন এলডিপি নেতা মো: আলী আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গাফ্ফার প্রমুখ।
পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেনের সঞ্চালনায় পৌর এলডিপি সহ-সভাপতি আব্দুস সামাদ কমিশনার, কেরণখাল ইউনিয়ন এলডিপি সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত আব্দুল হক, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ বক্তব্য দেন।