নড়াইলে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, নড়াইলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপাররবিউল ইসলাম
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপাররবিউল ইসলাম |নয়া দিগন্ত

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলাম, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, সদর থানার ওসি সাজেদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাংবাদিক ফরহাদ খানসহ অনেকে।

পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, নড়াইলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। এছাড়া সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু-সুন্দর পরিবেশে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।