খুবি ভর্তি যুদ্ধে একটা সিটের বিপরীতে ৯৭ জনের প্রতিযোগিতা

প্রথমবারের মতো চট্টগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Location :

Khulna
খুলনা বিশ্ববিদ্যালয়।
খুলনা বিশ্ববিদ্যালয়। |নয়া দিগন্ত

মো: হাসিবুল হাসান, (খুবি) প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২৭ নভেম্বর। এবার মোট এক লাখ আট হাজার ২৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১১২টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দেখে প্রতি আসনে গড়ে ৯৭ জন প্রতিযোগিতা করবেন।

পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এ চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এবারই প্রথম চট্টগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় মোট চারটি ইউনিটের জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) ৩৮,৯৬১ জন, ‘বি’ ইউনিটে (জীববিজ্ঞান) ২৮,৯৬৮ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল, চারুকলা স্কুল) ৩৬,৭৩৬ জন এবং ‘ডি’ ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ৩,৬০৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

১৮ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) ও ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৯ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ভর্তি পরীক্ষায় এক হাজার ১১২টি আসনের জন্য এক লাখ আট হাজার ২৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন, যা ভর্তি যুদ্ধে একটি কঠিন প্রতিযোগিতা তৈরি করবে।