বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে বিসিক বগুড়ার উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আবু হাশেম।
প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছা: মমতাজ বেগম।
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থীদেরকে বিজনেস প্লান সহ অন্য বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।