গাইবান্ধার সাদুল্লাপুরে লিখন মিয়া (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (জীবনপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত লিখন মিয়া ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, লিখন বাড়িতে ধান ঝাড়া মেশিনে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রশিদ মন্ডল বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক ছেলের মত্যুর খবর শুনেছি। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকা উচিত।’