রংপুরে চালু হলো প্রত্নতত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়

মঙ্গলবার দুপুরে রংপুরে চালু হয়েছে প্রত্নতত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে চালু হলো প্রত্নতত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়
রংপুরে চালু হলো প্রত্নতত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় |নয়া দিগন্ত

রংপুরে চালু হয়েছে প্রত্নতত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়। মঙ্গলবার দুপুরে নগরীর গুপ্তপাড়ায় কার্যালয়ের উদ্বোধন করেন মহাপরিচালক সাবিনা আলম। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উদ্বোধন শেষে কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক সচিব মফিদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক সাবিনা আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (বিভাগীয় কমিশনারের রুটিন দায়িত্বে) আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ) মারুফ হোসেন প্রমুখ। শুরুতেই রংপুর বিভাগের প্রত্নতাত্বিক নিদর্শনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর-রাজশাহী বিভাগের পরিচালক সাইদুর রহমান।

উদ্বোধন শেষে সাবিনা আলম বলেন, আগে রংপুর ও রাজশাহী বিভাগের জন্য একটি আঞ্চলিক কার্যালয় ছিল। এখন থেকে রংপুরে হলো। এর অধীনে ৮ জেলার কার্যক্রম পরিচালিত হবে। এখন পর্যন্ত এই আট জেলায় ৫৯ টি প্রত্নতত্ব বিভাগ দেখভাল করা হচ্ছে। প্রত্নতত্ব রক্ষা, সংরকক্ষণ এবং উদ্ধার এই অফিসের কার্যক্রম পরিচালিত হবে।