শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Bogura
নিহত দুই বন্ধু।
নিহত দুই বন্ধু। |নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান (২০), শেরপুর পৌর শহরের গোসাইপাড়া মহল্লার মরহুম বাবলু ব্যাপারির ছেলে শাহাবুল হাসান (২০)। আহত উৎসব চক্রবর্তী (২০) ওই এলাকার উজ্জলের ছেলে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

প্রত্যক্ষদর্শী শাহিন জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে যোগে রামেশ্বরপুরের দিকে যাওয়ার সময় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফুলবাড়ি বাজার এলাকায় সড়কের পাশে একটি বন্ধ দোকানের শার্টার ভেঙে ভেতরে চলে যায়। এ সময় তিনজনই আহত হন। স্থানীয়রা শাহাবুল ও মেহেদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাদের মৃত্যু হয়। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল হাসান তার ফেসবুক প্রোফাইলে একটি ‘সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাউনি’ লিখে একটি নোট স্ট্যাটাস দেন। দুর্ঘটনার পর সে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

আহত উৎসব চক্রবর্তী বলেন, ‘বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।’

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।