খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যাচেষ্টা করা হয় : অধ্যাপক রেজাউল করিম

বুধবার দুপুরে সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Narayanganj
বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল করিম
বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল করিম |নয়া দিগন্ত

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যাচেষ্টা করা হয়। মিথ্যা মামলার রায় ঘোষণার আগে তাকে বিদেশে নির্বাসনে পাঠাতে চেয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী কখনোই বিদেশে যেতে চাননি। এদিকে জেলখানায় অসুস্থ হয়ে পড়েন তখন আওয়ামী লীগ সরকার বিদেশে চিকিৎসার জন্য একাধিকবার বাধা দিয়েছেন।’

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।