সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ‘শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় জেলার দোয়ারাবাজার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে উপজেলা সদরে আয়োজিত প্রচার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম মাদানী বলেন, ‘দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছি ইনসাফ, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য।’
তিনি আরো বলেন, ‘দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচার ও সমতার প্রতীক। ছাতক-দোয়ারার জনগণ পুরাতন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের প্রতীককে নির্বাচিত করতে আজ ঐক্যবদ্ধ। এই আসনের মানুষজনের মুখে ও কর্মে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটাই তার প্রমাণ।’
সালাম মাদানী বলেন, ‘যদি জনগণ আমাদের পাশে থাকে, তবে আমরা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে কাজ করব। ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। ইতোমধ্যে ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে নিয়ে আমরা কিছু পরিকল্পনা প্রকাশ করেছি। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জনগণের আমানত রক্ষা করাই আমাদের অঙ্গীকার।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
এছাড়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া প্রচার মিছিলটি দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার থানা, ভূমি অফিস ও দোয়ারাবাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এক জনসভায় মিলিত হয়।



