বগুড়া অফিস
বগুড়ায় পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় কৃষি উদ্যোক্তা, স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে টিএমএসএস’র উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বগুড়ার জয়পুরপাড়ায় টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। টিএমএসএস দ্বারা বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফা), ডানিডা ও পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্টের (আরএমটিপি) আওতায় এ পুষ্টি মেলার উদ্বোধন করেন পিকেএসএফ’র প্রোগ্রাম অ্যান্ড নিউট্রিশন স্পেশালিষ্ট কপিল কুমার পাল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: এস এম নূর-ই-শাদীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কাজী আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে-আরা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো: সোহরাব আলী খান।
কৃষি উদ্যোক্তা ও স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক রচনা প্রতিযোগিতা, কুইজ, গান ও নৃত্য পরিবেশন করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



