ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীর বন্যাদুর্গত ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুরু থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রেসপন্স টিম গঠন করে বন্যার শুরু থেকে ব্যাপকভাবে উদ্ধার অভিযান ও খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার সকালে মুহুরী নদীর তীরবর্তী ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীর কূল ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ পেয়ার আহম্মদ মজুমদার, কর্মপরিষদ সদস্য ছাগলনাইয়ায় উপজেলা চেয়ারম্যান প্রাথী মুজিবুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবদুল হান্নান, স্থানীয় জামায়াত নেতা ব্যবসায়ী কাজী ওবায়দুল হক সিরাজীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা, উপজেলা ও পৌরশাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়েকদিন ধরে বৃষ্টি বন্ধ থাকা ও ভারতের ত্রিপুরা থেকে ধেয়ে আসা বন্যার পানির চাপ কম থাকায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ছাগলনাইয়ায় পানি কমছে ধীর গতিতে।
অপরদিকে, পানি কমার সাথে সাথে তিন উপজেলার বাড়ি-ঘর, রাস্তা-ঘাটসহ সার্বিক ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে।