শ্রীপুরে গভীর বন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শ্রীপুরের নিশ্চিন্তপুরের গজারী বন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে বনে ফেলে রাখা হয়েছে; পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরের গভীর বন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ
শ্রীপুরের গভীর বন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারী বন থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজাবারড়ি ইউনিয়নরে নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ-এর মাজারের পশ্চিম পাশের গভীর বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষনিকভাবে বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, দুপুরে বনের ভেতর এক বৃদ্ধের লাশ দেখতে পায় তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। তার পরনে ছিল চেক লুঙ্গী ও শার্ট।

স্থানীয়দের ধারণা, ঘাতক ওই ব্যক্তিকে হত্যা করে বনের ভেতর লাশ ফেলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আ. বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Topics