ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, ‘ক্যারিয়ার গঠনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। একইসাথে নৈতিক জ্ঞান হাসিল করতে হবে।’
সোমবার (১২ মে) সকালে সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার কামিল ১ম ব্যাচ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মাদরাসার শিক্ষার্থীরা হচ্ছে নায়েবে রাসূল (সঃ)। এজন্য তাদের নৈতিক চরিত্রবান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। এছাড়া বড় মানুষ হতে হলে অধিক পরিশ্রম করতে হয়, যা পৃথিবীর ইতিহাস।’
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউছুপ খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. মো: শাহজাহান আল মাদানী, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা ফেনীর অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি ফারুক আহমাদ, কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের করপোরেট ডিরেক্টর শামছুল হক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ হোসাইন।