পটুয়াখালীর কলাপাড়ায় দেশ ব্রিকস ইটভাটার পাশের জলাশয় থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কলাপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা গেছে, সকাল বেলা নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন দেশ ব্রিকস নামের ইটভাটার পাশে একটি জলাশয়ে লাশটি স্থানীয়রা ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর। এছাড়া তার শরীরে একটি ট্রাউজার উল্টাভাবে পড়া রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।