বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে।
মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদ, রহমত ইকবাল অনার্স কলেজ, বামিহাল ও কলিয়া বাজার এলাকায় পথে পথে এই কর্মসূচি পালন করেন সম্প্রতি সবুজ সংকেত পাওয়া নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শামীম হোসেন, সাইদুর রহমান সাধু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমূখ।



