ঝালকাঠিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সার্ভেয়ার সমির মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাইয়ের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
মঙ্গলবার (২০ মে) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম অভিযোগ করে জানান, সমির মল্লিকের সাথে তার চাচাত ভাই বাবুল মল্লিকের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাবুল মল্লিক মঙ্গলবার বিরোধীয় জমিতে চলাচলের পথ আটকিয়ে বেড়া দিতে গেলে সমির মল্লিক বাধা দিলে তাকে বাবুল মল্লিক শাবল দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সমির মল্লিকের চাচা মানিক মল্লিক জানান, বাবুল মল্লিক চলাচলের জায়গায় যে বেড়া দিয়েছে তা অন্যায় করা হয়েছে। এই জায়গার মালিক তিনি। এই বিরোধ নিয়ে কয়েক বছর ধরে শালিস-মিমাংসা চলে আসছে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: সানি বলেন, সমির মল্লিককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সমির মল্লিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং সে কারণে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছি।’
তিনি আরো জানান, সমির মল্লিকদের সাথে একই বাড়ির চাচাত ভাইদের সাথে দীর্ঘদিন কয়েক বছর যাবত জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ব্যাপারে সমির মল্লিকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তা দিতে পারবেন, তবে ময়নাতদন্ত শেষে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।