নেত্রকোনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুম মিয়া (৪৫) নামে এক রিকশাচালককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান।
অভিযুক্ত রিকশাচালক মাসুম উপজেলার পালপাড়া গ্রামের নূরুল হকের ছেলে। ভিকটিম শিশুটি উপজেলার বানিয়াজান গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী।
গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে আটপাড়া উপজেলায়র ব্রুজের বাজারের কাছে জঙ্গলে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই শিশুটি অন্য দিনের ন্যায় অভিভাবক না আসায় মাদরাসা ছুটি শেষে অপেক্ষার পর সোমবার রাত সাড়ে ৭টার দিকে মাসুম মিয়া নামে এক রিকশাচালকের রিকশায় চড়ে বাড়ি ফিরছিল। এ সময় রিকশাচালক শিশুটিকে একা পেয়ে ব্রুজের বাজারের পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে শিশুকে উদ্ধার ও অভিযুক্ত ধর্ষককে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে থানায় সোপর্দ করে।
এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
সোমবার অভিযুক্ত মাসুমকে নেত্রকোনার একটি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান নয়া দিগন্তকে বলেন, ‘ধর্ষক মাসুম মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।’