ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘জনগণের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে সেই জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাবেন, সেই ধারাবাহিকতায় আমরা জনগণের কাছে এসেছি। জনগণ যাকে সমর্থন করবে আর দল যাকে মনোনয়ন দিবে আমরা দলের জন্য তার হয়ে কাজ করব।’
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, ‘নিতাই রায় চৌধুরী ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জেল খাটিয়েছিল। এ নিতাই রায় তৃতীয় মাত্রায় যেয়ে আবারো তাদের নিয়ে ষড়যন্ত্র করেছিল। তাই নিতাই রায়কে ক্ষমা করা যাবে না।’
গণসংবর্ধনায় দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
তিনি বলেন, ‘বিএনপিতে কোনো গ্রুপিং নেই। তাই মাগুরাতেও কোনো গ্রুপিং থাকবে না। আমরা সবাই খালেদা জিয়ার দল করি। দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টিকারীকে কেউ প্রশ্রয় দিবেন না।’
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সম্পাদক আব্বাস উদ্দিন, মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের সবুজ।