ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন নয়জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এ আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টি নেতা ও সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও আন্তর্জাতিক খ্যাতিমান হাফেজ নেছার আহমেদ আন নাছিরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) প্রার্থী তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, খেলাফত মজলিসের প্রার্থী আবুল ফাত্তাহ মো: মাসুক ও এনসিপি দলের প্রার্থী আশরাফ উদ্দিন মাহদী।



