পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে মো: আলী (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মো: আলী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে।
সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ‘ডাকাত ডাকাত’ বলে কিছু লোক চিৎকার করলে আশপাশের লোকজন তাকে ডাকাত সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। তাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, আলী এলাকায় চিহ্নিত মাদককারবারি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া সোমবার কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



