উখিয়ায় দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

জলবদ্ধতার এই সমস্যার জন্য অপরিকল্পিত উন্নয়ন, অপর্যাপ্ত নালা-নর্দমা এবং ভূমি ভরাটকে দায়ী করছেন পরিবেশ সচেতন মহল।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
উখিয়ায় দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
উখিয়ায় দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা |নয়া দিগন্ত

মঙ্গলবার (১৭ জুন) ভোর থেকে বিকেল পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় নেমেছে জলাবদ্ধতার দুর্যোগ। দিনভর থেমে থেমে চলা প্রবল বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।

বিশেষ করে বালুখালী, পালংখালী, থাইংখালী, পূর্ব রত্নাপালংসহ নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে গেছে। ঘরবন্দি মানুষগুলো যেন এক প্রকার অবরুদ্ধ জীবন কাটিয়েছে সারাদিন।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি শুরু হলেও দুপুরের পর থেকে তা আরো তীব্র আকার ধারণ করে। এতে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে। কোনো কোনো জায়গায় সড়কের ওপর দিয়ে ঢেউ খেলানো পানি বইছে।

বালুখালী এলাকার বাসিন্দা মো: সেলিম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি উঠোনে পানি। দুপুরের পর পুরো ঘরে পানি ঢুকে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি।’

উল্লেখযোগ্যভাবে, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকাগুলোতে পানি জমে নতুন করে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বালুখালী ক্যাম্পের আশেপাশে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রতি বছর বর্ষায় এই দুরবস্থা দেখা দেয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বৃষ্টির পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে জরুরি সহায়তা প্রদান করা হবে।

জলবদ্ধতার এই সমস্যার জন্য অপরিকল্পিত উন্নয়ন, অপর্যাপ্ত নালা-নর্দমা এবং ভূমি ভরাটকে দায়ী করছেন পরিবেশ সচেতন মহল।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় উখিয়াবাসীকে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে—এমনই শঙ্কা সাধারণ মানুষের।