পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে খুলনার পাইকগাছায় হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এ ঘটনা ঘটে। হীরা মন্ডল ওই এলাকার অনুপ মন্ডলের স্ত্রী পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে।

পুলিশ ও গৃহবধূর পরিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তারা। সর্বশেষ আজ পরিবারিক কলহের জেরে শ্বশুর-শাশুড়ির উপর অভিমান করে তিনি বিষপান করেন।

পাইকগাছা থানার ওসি মো: সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।