জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

অভিযানের সংবাদ চোরাকারবারিদের কাছে ছড়িয়ে পড়লে তারা বিজিবির ওপর অতর্কিত হামলা চালায়।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলা করেছে চোরাকারবারিরা। এ ঘটনায় দু’জন বিজিবি সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা, মাকামটিলা এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৮৮ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন টহল দলে থাকা মোহাম্মদ হারুনুর রশিদ (৩৫) ও মো: জমশেদ হোসেন (২৯)।

সীমান্তের বাসীন্দারা জানান, মাদক, গরু, মহিষ ও মানবপাচারকারী একটি চিহ্নিত চক্র প্রতিনিয়ত ভারতীয় গরুসহ মাদক পাচার কর আসছে। চক্রটি গরু ও মাদকের একটি বড় চালান ভারত থেকে পাচার করে নিয়ে আসছে এমন গোপন সংবাদ পেয়ে জৈন্তাপুর ক্যাম্পের টহল দল টিপরাখলা এলাকায় অভিযান চালায়।

অভিযানের সংবাদ চোরাকারবারিদের কাছে ছড়িয়ে পড়লে তারা দ্রুত ছুটে এসে বিজিবির ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে চোরাকারবারিদের লাঠির আঘাতে টহল দলে থাকা বিজিবি সদস্যরা আহত হন। এ সময় স্থানীয়রা বিজিবি সদস্যদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি জৈন্তাপুর ক্যাম্পের সরকারি নম্বরে যোগাযোগ করা হলে ক্যাম্প কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জৈন্তাপুর টিপরাখলা সীমান্তের ১২৮৮ পিলার এলাকায় চোরাকারবারিদের হামলায় বিজিবির দু’জন সদস্য আহত হয়েছেন।