ঢাকার ধামরাইয়ে পিআর পদ্ধতিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে খেলাফত মজলিস। বুধবার বিকেল ৫টার দিকে ধামরাই টুলিপিটা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন থেকে সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ফিরোজ আহাম্মদ, ঢাকা জেলার খেলাফত মজলিসের সভাপতি মুফতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আলী আকরাম, ধামরাই উপজেলার খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম, মাওলানা সহ-সভাপতি আব্দুল মজিদ, ধামরাই পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, ছয় দফায় পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগরা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোসরদের বিচারে আওতায় আনতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে নাচের শিক্ষা বদলে ধর্ম শিক্ষাক নিয়োগ দিতে হবে।