নেত্রকোনায় স্পিডবোট উল্টে নিখোঁজ চার শিশু, উদ্ধার ১

নেত্রকোনার দ্বীপ হাওর খালিয়াজুরিতে ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ চার শিশুর মধ্যে উষামনি নামে পাঁচ বছরের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নেত্রকোনায় স্পিডবোট উল্টে নিখোঁজ চার শিশু, উদ্ধার ১
নেত্রকোনায় স্পিডবোট উল্টে নিখোঁজ চার শিশু, উদ্ধার ১ |নয়া দিগন্ত

নেত্রকোনার দ্বীপ হাওর খালিয়াজুরিতে ধনু নদে মাছ ধরার ট্রলারের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে নিখোঁজ চার শিশুর মধ্যে উষামনি নামে পাঁচ বছরের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে সেখানে কর্মরত ডুবুরি দল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ধনু নদ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাটা চরপাড়া এলাকার ধনু নদে মাছ ধরার ট্রলারের সাথে ধাক্কা লেগে অপ্রত্যাশিতভাবে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো, উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবার মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৭)। ১৫ জন যাত্রীর মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই চার শিশু কন্যা শিশুরা নদের উত্তাল পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বরযাত্রী নিয়ে আসা একটি ভাড়ায়চালিত স্পিডবোট নিয়ে ঘুরতে দুপুরে ওই চার শিশুসহ ১৫ জন বরযাত্রী ধনু নদে রওনা দেন। কিছু দূর যাবার পর পরই একটি মাছ ধরার ট্রলারের সাথে ধাক্কা লেগে ওই স্পিডবোটটি উল্টে সকলেই পানিতে পড়ে যান। এদের মধ্যে নারী-পুরুষসহ ১১ জন কোন রকমে তীরে উঠে আসতে সক্ষম হলেও শিশুরা প্রবল স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান করতে না পরায় শেষে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। দিনব্যাপী ধনু নদে সন্ধান চালিয়ে শনিবার বিকেল ৪টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

খালিয়াজুরি থানার ওসি মো: মকবুল হোসেন নয়া দিগন্তে জানান, ডুবুরি দলের কর্মীরা শনিবার বিকেলে ধনু নদ থেকে উষারানী নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। অন্য শিশুদের লাশ উদ্ধারে প্রাণান্তর চেষ্টা চলছে।