আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয় আসনের মধ্যে পাঁচটিতে গতকাল বুধবার পর্যন্ত ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ও জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহফুজুর রহমান ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, স্বতন্ত্র এএসএম আজমল হোসেন ও বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির আলী আসগর লবি, খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ।



