নয়া দিগন্তের নির্বাহী সম্পাদকের মায়ের মৃত্যুতে নেত্রকোনায় বিশিষ্টজনদের শোক

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক শোক বার্তায় তারা এ সমবেদনা জানান।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
নয়া দিগন্তের নির্বাহী সম্পাদকের মায়ের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক
নয়া দিগন্তের নির্বাহী সম্পাদকের মায়ের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক |নয়া দিগন্ত

নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীর মা বেগম মোমেনা খাতুনের মৃত্যুতে নেত্রকোনায় বিশিষ্টজনরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক শোক বার্তায় তারা এ সমবেদনা জানান।

মরহুমা বেগম আমেনা খাতুনের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি আশরাফ উদ্দিন খান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ তাহের কাসেমী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব গাজী আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেত্রকোনা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট এম এ আওয়াল সেলিম, বিশিষ্ট রাজনীতিক এ এস এম মনিরুজ্জামান দুদু ও আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলওয়ার খান প্রমুখ।