মুন্সীগঞ্জ-২ আসনকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : জামায়াত নেতা

‘বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে বাড়ানো হবে কর্মসংস্থান। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ ও পানি ব্যবস্থাপনায় আনা হবে টেকসই উন্নয়ন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
গণসংযোগ ও উঠান বৈঠকে ফজলুল করীম
গণসংযোগ ও উঠান বৈঠকে ফজলুল করীম |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেছেন, ‘মুন্সীগঞ্জ-২ আসনকে আধুনিক ও যুগোপযোগী এক নগরীতে রূপান্তরিত করার জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ ও গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে যোগাযোগ আরো সহজ ও নিরাপদ হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়িয়ে তরুণদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হবে।’

শুক্রবার (২১ নভেম্বর) জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ-২ আসনের পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমন্ডল ইউনিয়নের খানবাড়ি সিএনজি স্ট্যান্ড, কাজির পাগলা চাটাম খোলা, কাজির পাগলা স্কুল, মাওয়া চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগ এবং হলুদিয়া ইউনিয়নের ৮ নম্বর ও কুমারভোগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুল করীম বলেন, ‘বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে বাড়ানো হবে কর্মসংস্থান। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ ও পানি ব্যবস্থাপনায় আনা হবে টেকসই উন্নয়ন। সর্বোপরি সুশাসন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে মুন্সীগঞ্জ-২ আসনকে একটি স্বপ্নের আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ; আর এসব সম্ভব হবে আপনারা যদি দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে পারেন।’

মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ-২ আসনের পদ্মা সেতু উত্তর থানা আমির মাওলানা মুফতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুর রহিম সরকার, ইউনিয়ন সেক্রেটারি নুরুল্লাহ, কুমারভোগ ইউনিয়নের সভাপতি জাহিদ শিকদার, সেক্রেটারি শামীম শেখ, হলুদিয়া ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন খান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক নূর মোস্তফা ওয়ার্ড সভাপতি সেক্রেটারিসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।