মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

‘খালেদা জিয়ার নির্দেশে মনোনয়ন, টাকার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত’

শনিবার গজারিয়ার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

নিজের উপর উঠা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো: কামরুজ্জামান রতন। সেখানে খালেদা জিয়ার নির্দেশে মনোনয়ন পাওয়া ও টাকার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) গজারিয়ার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সম্মেলনে কামরুজ্জামান বলেন, ‘বিএনপিতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সুপারিশেই দলীয় মনোনয়ন পেয়েছি। বিএনপি কখনো টাকার বিনিময়ে মনোনয়ন দেয় না। এসব অভিযোগ বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মনোনয়নকে কেন্দ্র করে যারা বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আছে। দলই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, ইছহাক আলী, বিএনপি নেতা তপন চৌধুরী, মোতাহার হোসেন জাহাঙ্গীর ও জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় নেতাকর্মীরা রতনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বলে জানা গেছে।