৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর বাসটার্মিনাল থেকে এ গণমিছিল শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা টাওয়ার এসে সমাপ্ত হয়েছে। এতে উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীসহ সকল স্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অংশ নেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লা আল ফারুকের নেতৃত্বে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলা জামায়াতের আমির ও পৌরসভা আমিরসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।