ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) দীর্ঘ নয় বছর পর বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে সকাল ১১টায় শুরু হয়ে দুপুরের পর শেষ হয়।
তবে বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলন শেষে জেলা বিএনপি নেতারা নতুন কমিটির কোনো সদস্যের নাম ঘোষণা করেননি। কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির টিম লিডার আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য শামীম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম-আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সেলিম মিয়া, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক মিয়া হাসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইকরাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর শেখ আতিকুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো: জাকির হোসেন চৌধুরী, জেলা যুবদলের সহ-সম্পাদক মো: ইমরান হোসাইন প্রমুখ।