বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, ‘৫ আগস্টের পর মানুষ মন খুলে কথা বলতে পারলেও অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়ায় ১৭ বছরের আন্দোলন সংগ্রাম এখনো আলোর মুখ দেখেনি। বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ কেমন হবে তার রুপরেখা বিএনপির ৩১ দফায় উল্লেখ আছে।’
সোমবার (৯ জুন) দুপুরে আহমেদ আলী মুকিব তার নিজ বাড়ি আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছায় এ কথা বলেন।
আহমেদ আলী মুকিব বলেন, ‘১৯৭৯ সালের পর থেকে হবিগঞ্জ-২ আসনটি বিএনপির হাত ছাড়া। তাই যাকেই ধানের শীষ দেয়া হবে তাকে ভোট দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।’
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার,যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ সওদাগর, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমদ শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি মস্তোফা আল হাদী, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম-সম্পাদক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, বানিয়াচং উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুকসহ দুই উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।