সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবের দাম্মাম শহরের সন্নিকটে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত |নয়া দিগন্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদী উপজেলার মো: মুকসুদ মিয়া (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সৌদি আরবের দাম্মাম শহরের সন্নিকটে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুকসুদ মিয়া কটিয়াদী পৌরসভার তেলিচারা মহল্লার মরহুম মো: রঙ্গু মিয়ার ছেলে।

কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর মো: আশরাফুল হক দাদন জানান, সংসারের উন্নতির জন্য মুকসুদ মিয়া অনেক দিন পূর্বে সৌদি আরব পারি জমান। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম শহরের সন্নিকটে কাজ শেষে বাসায় ফিরতে গাড়িতে উঠার জন্য সহকর্মীদের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় মুকসুদ মিয়াসহ তিনজন বাংলাদেশী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বলে আমরা শুনেছি। মুকসুদ মিয়ার সংসারে স্ত্রী, ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি সরকারিভাবে নিহত মুকসুদ মিয়ার লাশ দেশে আনার দ্রুত ব্যবস্থা করার জন্য।