তীব্র শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় এবং নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছিল প্রার্থী ও নেতাকর্মীদের ভিড়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: জাকির হোসেন (জনতার দল), মো: সেলিমুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), আশ্রাফুল আলম শিমুল (স্বতন্ত্র), এম এ কাইয়ুম খান (স্বতন্ত্র), এম আনিসুল ইসলাম (স্বতন্ত্র), সুলতান জামান খান (স্বতন্ত্র), নাজমুল আলম (স্বতন্ত্র), মাওলানা আব্দুল হামিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো: কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), নীরোদ বরন মজুমদার (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস) ও আল আামিন (এবি পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জে মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোনো বাধা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।



