রংপুরে ছয় মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মা তুলসি রানীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার তুলসী রানী ওই এলাকার বাবু লাল রায়ের স্ত্রী।
নিহত শিশু জুহি রানীর দাদি পাতানী বালা জানান, তার ছেলের বউ তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ।
থানা সূত্রে জানা গেছে, তুলসী রাণী সোমবার তার বসতঘরে ছয় মাস বয়সী মেয়ে জুহি রানীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে তার সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে মা তুলসী রানীকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাবু লাল রায় তুলসী রানীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি মা তুলসি রানীই শিশুটিকে হত্যা করেছেন। তুলসি রানী সেটা স্বীকারও করেছে। তুলসি রাণী মানসিক রোগী বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। বিষয়টি সুস্থ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
গ্রেফতার তুলসি রানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।