বতসোয়ানার গবেষণা প্রতিনিধি দলের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যায় পরিদর্শন

এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাকে জোরালো করেছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বতসোয়ানার গবেষণা প্রতিনিধি দলের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যায় পরিদর্শন
বতসোয়ানার গবেষণা প্রতিনিধি দলের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যায় পরিদর্শন |ছবি : নয়া দিগন্ত

বতসোয়ানার ২৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি গবেষণা প্রতিনিধি দল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সাথে প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা নিয়ে উক্ত বৈঠকে দুই দেশের কৃষি ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গাকৃবির ভাইস-চ্যান্সেলরের সাথে সৌজন্যমূলক এ সাক্ষাৎটি সোমবার বিশ্ববিদ্যালয়ের এভি রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদীয় ডিন ও পরিচালকবৃন্দ।

এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আলোচনার শুরুতে গাকৃবির ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ওপর একটি প্রাণবন্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে উভয়ের জন্য ফ্লোর উন্মুক্ত করে প্রশ্ন আহ্বান করা হয়। সকলের উত্থাপিত প্রশ্নের আলোকে গাকৃবি ও বতসোয়ানার সংশ্লিষ্ট সকলেই প্রশ্নের উত্তর প্রদান করেন।

পরে সভাপতির বক্তব্যে ভিসি বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই কৃষি গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় এ সাক্ষাৎ দুই দেশের গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সময় ভিসি বাংলাদেশের কৃষিভিত্তিক ঋতুসহ গাকৃবির উদ্ভাবিত বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত জাতের উদাহরণ তুলে ধরেন।

বতসোয়ানার প্রতিনিধি দলটির নেতৃত্ব দানকারী বতসোয়ানা প্রেডিসেন্টের প্রজেক্ট উপদেষ্টা ওম্ফিলি জন সেহুরুত্শে বলেন, বাংলাদেশের কৃষি গবেষণার উন্নতি ও বৈচিত্র্য আমাদের অনুপ্রাণিত করেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের সুযোগগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।

সাক্ষাতে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষিভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের মতো বিষয়গুলোতে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাকে জোরালো করেছে।