পটুয়াখালী–৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
পটুয়াখালী–৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
পটুয়াখালী–৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বুধবার দুপুর ১২টার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি সাইদুর রহমান খান পাভেল, গলাচিপা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ শামীম, দশমিনা উপজেলা আমির মো: লুৎফর রহমান, সাবেক গলাচিপা উপজেলা আমির অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহ আলমসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে অধ্যাপক মু. শাহ আলম বলেন, ‘আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করেছি। এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের পছন্দের তালিকায় আমাদের স্থান করে দিতে পারেন, তাহলে আমাদের সফলতা অনিবার্য হবে। আমরা বিজয়ের পথে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। গলাচিপা ও দশমিনার জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।