নীলফামারীর কিশোরগঞ্জে নকল ওষুধ ও ভেজাল খাবার তৈরির দায়ে জরিমানা

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
নীলফামারীর কিশোরগঞ্জের গ্রাম থেকে ভেজাল ওষুধ ও শিশুখাদ্য জব্দ
নীলফামারীর কিশোরগঞ্জের গ্রাম থেকে ভেজাল ওষুধ ও শিশুখাদ্য জব্দ |নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে ভেজাল ওষুধ নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে গোলাম রব্বানী ট্রেডার্সের মালিক গোলাম রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামছুল আলম।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামছুল আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সরকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নানের ছেলে গোলাম গোলাম রব্বানীর ঘরে তল্লাশী করে মানুষের গ্যাসের ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট ও শিশুখাদ্য তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া যায়। জব্দ করা উপকরণগুলো তাৎক্ষণিক পুড়িয়ে ফেলে ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে সতর্ক করা হয়।’