জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, ‘ইসলামী আদর্শে সমাজ গঠনই পারে শান্তি, ন্যায়বিচার ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। নারীদের এ আন্দোলনে ভূমিকা আরো জোরালো করতে হবে। কারণ ইসলামী বিধানই নারীদের সবচেয়ে বেশি সম্মান ও অধিকার দিয়েছে। এ জন্য সকল মা-বোনেরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এনায়েতপুরের ইসলাহুল উম্মাহ মাদরাসা চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের আয়োজিত জামায়াতের মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী আলম বলেন, ‘বিগত ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করেছে। তার নেতাকর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে আল্লাহর অশেষ রহমতে এ জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা আর নতুন করে জুলুমবাজদের হাতে দেশ ছেড়ে দিতে পারি না।’
সমাবেশে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা: সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা: মোফাজ্জল হোসেন ও সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন প্রমুখ।



