নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচালের জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে এবং সাম্প্রতিক হামলা-হত্যার ঘটনাগুলো সেই চক্রান্তেরই অংশ।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমাদের আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য দেশী-বিদেশী সিরিয়াস ষড়যন্ত্র চলছে।’

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ষড়যন্ত্রের জন্যই সম্ভবত গত মাসের ৫ তারিখে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হলো আমাদের একজন ক্যান্ডিডেটের, আর শুক্রবার ঢাকাতে যে একটা হত্যার চেষ্টা হয়েছে। এটাতে মনে হয় যে একটা সংঘবদ্ধ দেশী-বিদেশী চক্রান্তকারীরা এ ঘটনাগুলো ঘটাচ্ছে।’

তিনি বলেন, ‘এরা দেশী হোক, বিদেশী হোক অথবা কম্বাইন্ড হোক- আমাদের ইনটেলিজেন্স কাজ করছে, পুলিশ কাজ করছে, অবশ্যই তারা ধরা পড়বে। এ রকম ঘটনা আর কন্টিনিউ ঘটাতে পারবে না। এ রকম ঘটনা আর কন্টিনিউ ঘটাতে পারবে না, আমি নিশ্চিত সে ব্যাপারে।’