আগামী দিনে তারেক রহমানই এ দেশের রাষ্ট্রনায়ক হবেন : শামা ওবায়েদ

আমাদের আজকে মাত্র একটিই প্রতিজ্ঞা সেটা হলো তরুণদের নিয়ে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ গড়া।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
নয়া দিগন্ত

আগামী দিনে তারেক রহমানই এ দেশের রাষ্ট্রনায়ক হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক হবেন, ইনশাআল্লাহ। তার নেতৃত্বেই দল আজ লক্ষে পৌঁছাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের আজকে মাত্র একটিই প্রতিজ্ঞা সেটা হলো তরুণদের নিয়ে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ গড়া।

বুধবার বিকালে উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা উত্তর যুবলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাজরিছ মাতুব্বর, বদিউজ্জামাল তারা, জেলা যুব দলের যুগ্ম- সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ জেলা-উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।