চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বরফকলের অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে আবুল বশর (৪৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলা বাজারের একটি বরফকলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক আবুল বশর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের লকিয়ার বাপের বাড়ির চান মিয়ার ছেলে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, বাংলাবাজার এলাকায় বরফকলের সংযোগ লাইনে বিকাশ হওয়ায় এমোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন আবুল বশর। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলার চাম্বল বাংলাবাজারে একটি বরফকলে আবুল বশর নামে একজন শ্রমিকের মৃত্য হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।