পটুয়াখালী মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আসলামুজ্জামান ওরফে আসলাম বিএসসিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) উপজেলার পশ্চিম সুবিদখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসলাম বরগুনা জেলার পাতাকাটা এলাকার মরহুম সায়েদ আলী হাওলাদারের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মজিদবাড়িয়া ইউনিয়নের একটি রাজনৈতিক মামলা তাকে গ্রেফতার করা হয়। আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।