শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হেলথ ক্যাম্পের পর এবার দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ ক্যাম্পের উদ্বোধন করেন শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম ও ট্রেজারার অধ্যাপক ড. ইসমাঈল হোসেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে সিলেটের বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। ক্যাম্পে চোখের পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আলি আব্বাস শাহিন বলেন, ‘অনেক শিক্ষার্থী আছেন যাদের আর্থিক সমস্যা বা সময়ের অভাবে চক্ষু চিকিৎসা নেয়া সম্ভব হয় না। আজকের ক্যাম্পে এসে আমরা সহজেই সে সুযোগ পেয়েছি। এমন আয়োজন আরো হওয়া উচিত।’
আরেক শিক্ষার্থী হোমায়রা জান্নাত বলেন, ‘শিবিরের ধারাবাহিক কল্যাণমূলক প্রোগ্রামগুলো বেশ কার্যকর মনে হচ্ছে। আজকের উদ্যোগে খুব সহজে চিকিৎসা নিতে পেরে ভালো লেগেছে। আমরা এমন উদ্যোগ আরো দেখতে চাই।’
এ বিষয়ে শিবির প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘হেলথ ক্যাম্পের পর শিক্ষার্থীদের আগ্রহে চক্ষু ক্যাম্প আয়োজন করেছি এবং অভাবনীয় সাড়া পেয়েছি। এখানে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ও পরামর্শ লিখিতভাবে জানাতে পারছেন। শিক্ষার্থীদের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব।’



