গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুনে আনুমানিক ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপে প্রায় দুই কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে নগরীর কোনাবাড়ি থানাধীন বাগানবাড়ি ছাপরা মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টা ৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কোনাবাড়ির চাপড়া মসজিদ এলাকায় মানিক নামে এক ব্যবসায়ীর ৩০ হাজার বর্গফুট আয়তনের ঝুট গোডাউনে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে বালে ধারণ করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন পুরোপুরি নেভাতে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত সময় লেগে যায়।’
উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে গোডাউনের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেলেও সময়মতো নির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করায় প্রায় দুই কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের আশপাশের এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে বড়ো ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।



