সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটাই অপশক্তির রাজনীতি। ঐক্যের বিপরীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে সংখ্যা গুরু সংখ্যা লঘু শব্দ ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
তিনি আরো বলেন, ‘এই সরকারের একটি জিনিস অর্জন করতে চায় যে, আমাদের উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ না হয়। কোনো মানুষের কোনো সংস্কৃতি, কোনো ঐতিহ্য, কোনো সম্প্রদায়ের বিকাশে, প্রকাশে কোনো অন্তরায়ের শিকার না হয়। আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই উৎসব নিয়ে অরাজকতা করে না। কিন্তু এই উৎসবগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য থেকে কলুষিত করা হয়।’
এসময় পূজা নির্বিঘ্ন করতে তার মন্ত্রণালয়ের ১ লাখ ৭৬ হাজার কর্মকর্তা কর্মচারি প্রতিনিয়ত পূজা মণ্ডপ পরিদর্শন ও খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।
এর আগে উপদেষ্টা শারমিন এস মুরশিদ কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছলে তাকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ স্বাগত জানান। এসময় কুমুদিনী কর্তৃপক্ষের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।