কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রোড মার্চ

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজাকে প্রাথমিক ঘোষিত প্রার্থী পরিবর্তন করে মনোনয়ন দেয়ার দাবিতে রোববার রোড মার্চ পালিত হয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রোড মার্চ
কুলাউড়া আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রোড মার্চ |নয়া দিগন্ত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে প্রাথমিক ঘোষিত প্রার্থী পরিবর্তন করে মনোনয়ন দেয়ার দাবিতে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে বিশাল শোডাউন সহকারে রোড মার্চ পালিত হয়েছে। ৫ শতাধিক মোটরসাইকেল, অসংখ্য মাইক্রোবাস যোগে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কয়েক হাজার রাজা সমর্থক রোড মার্চে অংশগ্রহণ করেন।

উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়নের মিশনারী চৌমুনী চত্বরে রোড মার্চ কমসূচি শুরুর প্রাক্কালে আবেদ রাজা বলেন, ‘আমি বারবার জেল খেটেছি। ম্যাডাম জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলন করেছি। ১৭ বছর পুলিশি নির্যাতন হামলা মামলা উপেক্ষা করে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। কখনো পিছপা হইনি। কিন্তু প্রাথমিক ঘোষিত তালিকায় শওকত ইসলাম শকু নামে যাকে নমিনেশন দেয়া হয়েছে তিনি গত ১৭ বছর প্রবাসে বসবাস করেছেন। তার ওপর কোনো মামলা নেই। রাজপথে তিনি ছিলেন না। কুলাউড়ায় বিএনপি নেতাকর্মীদের আগলে রাখেননি উড়ে এসে জুড়ে বসেছেন। কিছুদিন পূর্বে উপজেলা বিএনপির নির্বাচনে তিনি সভাপতি পদে বিপুল ভোটে পরাজিত হয়ে লন্ডনে পাড়ি দিয়ে ছিলেন। কুলাউড়া বিএনপির সভাপতি পদে লাল কার্ড দেখিয়েছে কুলোড়া বিএনপির নেতাকর্মীরা। তাকে নমিনেশন দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তারা। আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ১৭ বছরের আন্দোলন আন্দোলন সংগ্রাম বিবেচনায় নিয়ে কুলাউড়ার বিএনপি তৃণমূলের জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন বিবেচনা করে আমি আবেদ রাজাকে কুলাউড়া আসনে ধানের শীষ প্রতীক তুলে দিবেন। ইনশাল্লাহ আমি কথা দিলাম বিপুল ভোট কুলাউড়া আসনটি আমি ম্যাডাম জিয়াকে উপহার দেবো।’

রোড মার্চের শুরুতে বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, বদরুল হোসেন খান, শেখ শহীদুল ইসলাম, এ এন এম খালেদ লাকি প্রমুখ।

পরে রোড মার্চটি ব্রাম্মনবাজার থেকে টিলাগাও, রবিরবাজার প্রদক্ষিণ করে করে কুলাউড়া ডাকবাংলোতে এসে শেষ হয়।