হাতীবান্ধায় টিটিসির অধ্যক্ষের পদত্যাগ

‘মব সৃষ্টি করে কাউকে পদত্যাগে বাধ্য করানো আইন সমর্থন করে না। এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Hatibandha
হাতীবান্ধায় টিটিসির অধ্যক্ষের পদত্যাগ
হাতীবান্ধায় টিটিসির অধ্যক্ষের পদত্যাগ |নয়া দিগন্ত

লালমনিরহাটের হাতীবান্ধায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রশিক্ষনার্থীদের চাপে টিটিসির অধ্যক্ষ শাহিনুর আখতার ও অফিস সহকারী আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

রোববার (৩ আগস্ট) হাতীবান্ধা টিটিসির শিক্ষার্থীরা টিটিসির সামনের মহাসড়ক অবরোধ করে ওই কর্মকর্তার নানা অপকর্মের সমর্থনে শ্লোগান দিতে থাকে প্রশিক্ষনার্থীরা।

এতে বক্তব্য রাখেন, টিটিসির শিক্ষার্থী এনামুল হক, মাইদুল ইসলাম, আসাদুল ইসলাম, মেহেদী হাসান, সাথী সহ কর্মসূচিতে শতাধিক নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী অংশ নেয়।

তারা টিটসির হাতীবান্ধার অধ্যক্ষ শাহীনুর আখতারের নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে বক্তব্য দিতে থাকে। সড়ক অবরোধ শেষে প্রশিক্ষনার্থীরা ওই অধ্যক্ষের রুমে প্রবেশ করে রুম থেকে নিচে নামিয়ে আনে।

পরে প্রশিক্ষনার্থীদের চাপে সাদা কাগজে পদত্যাগ করার কথা লিখে স্বাক্ষর করে। এ সময় তার অফিস সহকারী আমিনুর রহমানও পদত্যাগ করেন। এ খবর শুনে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রশিক্ষনার্থী আসাদুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণে ম্যাটেরিয়্যালস বাবদ বরাদ্দ জনপ্রতি ১৮০০ টাকা থাকলেও সেখানে লো কোয়ালিটর ব্যাগ, খাতা, কলম, টি-শার্ট, সিবিএলম দেয়া হয়েছে। প্রশিক্ষণে নিয়োগ, সনদ বিতরণ মালামাল ক্রয় ও বিতরণের ক্ষেত্রে নিয়ম না মেনে টিটিসি অধ্যক্ষ অনিয়ম করেছে।’

হাতীবান্ধা থানা ওসি মাহমুদুন নবী বলেন, ‘মব সৃষ্টি করে কাউকে পদত্যাগে বাধ্য করানো আইন সমর্থন করে না। এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এ বিষয়ে হাতীবান্ধা টিটিসির অধ্যক্ষ শাহীনুর আখতার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রশিক্ষনার্থীদের চাপে পদত্যাগ করেছি। আমার বিপক্ষে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ করার কথা শুনেছি। কিন্তু অভিযোগ তদন্ত করার আগে আমাকে পদত্যাগে চাপ দেয়া হলে আমি বাধ্য হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেই।’