কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতুতে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে ১৬ দাগ যাত্রীছাউনি কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নিপুন আলীর ছেলে নাহিন ইসলাম ও মথুরাপুর স্কুল পাড়ার কোরবান আলীর ছেলে সিয়াম উদ্দিন। তারা কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট’র প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, সিয়াম ও নাহিনসহ ১০-১২ জন কয়েকটি মোটরসাইকেলে ভেড়ামারা লালনশাহ সেতু এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন নাহিন ও সিয়াম। একপর্যায়ে এই দুজন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নাহিন ইসলামের চাচা বিপ্লব হোসেন জানান, নাহিন মেধাবী ছাত্র ছিল। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছালে শোকে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।