বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের শিশুর মৃত্যু

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
বকশীগঞ্জ হাইওয়ে থানা
বকশীগঞ্জ হাইওয়ে থানা |সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজিকে পেছন থেকে বাসের ধাক্কায় ৯ বছর বয়সী শিশু আনিসা আক্তার নিহত হয়েছে। এ সময় তার বাবা আনিসুর রহমান গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আনিসা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রাজারঘাট এলাকার আনিসুর রহমানের মেয়ে।

সূত্রে জানা গেছে, আনিসুর রহমান তার পরিবারকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি কুড়িগ্রাম ফিরছিলেন। ভোরে জামালপুর থেকে তারা একটি সিএনজিতে করে বকশীগঞ্জ হয়ে রৌমারীর উদ্দেশ্যে রওনা হন। পথে নিলাক্ষিয়া বাঁশকান্দা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে তাদের সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় আনিসা আক্তার তার বাবা আনিসুর রহমানের কোলেই বসা ছিল এবং ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্তিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।